ঝিনাইদহে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আকামত হোসেন মীর হত্যা মামলায় ৭১ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল শুক্রবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামের আওয়ামী লীগের নেতা ইমাজুল হক ও শাহাবুদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে আকামত হোসেন মীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই মীর আকবর হোসেন বাদী হয়ে পরের দিন ঝিনাইদহ সদর থানায় ৭৩ জন আসামির নাম উল্লেখ ও ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস