দেশজুড়ে

বেনাপোল-খুলনাগামী ট্রেন থেকে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

যশোরের বেনাপোল-খুলনাগামী ট্রেন থেকে বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্সের সদস্যরা।

Advertisement

৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম শুক্রবার জানান, কিছুদিন যাবত বেনাপোল রেলস্টেশনে অসাধু ব্যবসায়ীরা সাধারণ যাত্রীদের হয়রানি এবং বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে লোকাল ট্রেনগুলোর মাধ্যমে অবৈধ মালামাল পাচার করে আসছিল।

বিষয়গুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় যশোর জেলা প্রশাসনের নজরে আসে। যার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স এর পরিকল্পনা গ্রহণ করা হয়।

এরই প্রেক্ষিতে যশোর জেলা প্রশাসকের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিজিবির উপ-অধিনায়ক ও সহকারী পরিচালক মেজর ফারজিন ফাহিম, ভারপ্রাপ্ত অপস অফিসার মো. মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়ার নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্যরা বেনাপোল রেলস্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে রেলস্টেশনে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ২০২টি ডলফিন কম্বল, ৪৭৮টি পাতলা কম্বল, ৩৫ প্যাকেট কিশমিশ, ৭ প্যাকেট সন পাপড়ি, ৪৩টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৮৪ হাজার ৫০ টাকা। টাস্কফোর্সের মাধ্যমে আটক চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরএম