জাতীয়

ঢাকার রাস্তা থেকে অজ্ঞাত দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার টিএসসি মোড় ও পল্টনের ফকিরাপুল এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা ও দুপুর আড়াইটার দিকে দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল এবং ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন দুটি ঘটনা নিশ্চিত করেছেন।

পরিদর্শক মো. ফারুক হোসেন আরও জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/এমএইচআর/জেআইএম