জাতীয়

চট্টগ্রামে এক্সেসরিজ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের সিইপিজেডের একটি এক্সেসরিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ তলা ভবনের ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

Advertisement

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পান বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন।

তিনি জাগো নিউজকে বলেন, ইপিজেডের একটি কার্টন (এক্সেসরিজ) কারখানায় আগুন লাগার খবর পেয়ে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এমডিআইএইচ/এমএইচআর/জেআইএম

Advertisement