দেশজুড়ে

রাজনীতির কারণে ভালো কাজ মন্দে পরিণত হয়েছে

 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্কুল পরিচালনায় কমিউনিটি নেতাদের অন্তর্ভুক্তি ভালো। কিন্তু রাজনীতির কারণে ভালোটি মন্দতে পরিণত হয়েছে। ফলে এখন আমাদের ভালো কাজ করতে হবে। যাতে উদাহরণ হয়।

Advertisement

যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর ১টায় যশোর সার্কিট হাউসে এ মতবিনিময় সভা হয়।

উপদেষ্টা বলেন, স্কুলে শিক্ষার্থীকে এমনভাবে জ্ঞানসম্পন্ন করে তুলতে হবে যাতে সে সব ক্ষেত্র থেকে জ্ঞান আহরণে আগ্রহী হয়ে ওঠে। একই সঙ্গে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সভায় প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হাকিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

অনুষ্ঠানে স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বাশার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মিলন রহমান/জেডএইচ/জেআইএম