ক্রিকেট বদলে যাচ্ছে সেটা আর নতুন কথা নয়। তবে নতুন শট আবিষ্কার করে এখন কথার মত কথা বলার সুযোগ দিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে টি ২০ ম্যাচে তারকাখচিত দল থান্ডার্সের হয়ে খেলতে নেমে মরগ্যান এমন ভঙ্গিমায় শট মারলেন যা ক্রিকেটকে নতুন একটা শট উপহার দিল।ডগলাস মারিলিয়ার ভারতের বিরুদ্ধে সেই বিখ্যাত শট খেলে রাতারাতি আলোচনায় চলে এসেছিলেন, সেইরকমই বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট মরগ্যানের এই শট নিয়ে জোর আলোচনা চলছে। ‘মারিলিয়ার শট’, ‘দিলুস্কুপ’-এর পর এবার এই শটের নাম রাখা হয়েছে ‘মরগ্যান লেট কাট’।ম্যাচে থান্ডার্সের হয়ে ওপেন করতে নামেন মাইক হাসি ও জ্যাক কালিস। ১৭ ওভারে ১৬০ রানের পর আউট হন হাসি নামেন মরগ্যান। এরপর ২৮ বছরের ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ব্রিসবেন হিটসের এক পেসারের বলে অদ্ভুত এই শটটি মারেন। প্রথমে লেগ স্ট্যাম্পের অনেকটা দূরে সরে যান, তারপর যখন বোঝেন বোলার তাকে ফলো করে লেগ স্ট্যাম্পের বাইরে বলটা ফেলেছেন তখনই তিনি একেবারে লেট কাট খেলে স্ট্যাম্পের পাশ দিয়ে নিখুঁত ভঙ্গিতে শটটি মারেন। ৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন মরগ্যান।