দেশজুড়ে

কেরানীগঞ্জে একই পরিবারের ৩ জন দগ্ধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রান্নাঘরের গ্যাসের চুলা লিক হয়ে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পারগেন্ডারিয়া এলাকার নাসিমের বাড়িতে এ ঘটনা ঘটে।অগ্নিদগ্ধে আগতরা হলেন- মো. শাহিন (৩০) এবং তার দু’বোন আছিয়া (১৭) ও তাসলিমা (১৫)। এ ঘটনা পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কোন এক সময় রান্নাঘরের গ্যাসের চুলা লিক হয়ে পুরো রান্না ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে ভোরসাড়ে ৫ টায় দিকে ওই পরিবারের লোকজন রান্না করতে চুলা ধরাতে আগুন জ্বালালে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আছিয়াকে ছেড়ে দেয়া হয়।অগ্নিদগ্ধ দু’ভাই-বোন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেন্ডারিয়া কবরস্থান রোডের বাসিন্দা।