দেশজুড়ে

নওগাঁয় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নওগাঁর মান্দায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক আহত হয়েছেন আরও দুজন।

Advertisement

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উত্তরা কলেজের পাশের সারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭) ও একই গ্রামের এনামুল হক এর ছেলে আলভী রাব্বানী জিহান (৩২)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জাগো নিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে দুপুরেও ওই সড়কে হেডলাইট জালিয়ে গাড়ি চলাচল করছিল। কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাজশাহী অভিমুখী মাইক্রোবাসটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভেতরে থাকা চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়।

Advertisement

ওসি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরমান হোসেন রুমন/আরএইচ/এএসএম