মনোনয়নপত্র বাছাইকালে মাদারীপুরের শিবচরের উমেদপুর, সন্ন্যাসিরচর ও ভদ্রাসন ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন জানান, প্রার্থীদের মনোনয়নপত্র ও ভোটার তালিকায় পেশার সঙ্গে গরমিল ও মনোনয়নপত্রে সাদা কালি (ফ্লুইড) ব্যবহার করার কারণে ভদ্রাসন ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী বাবুল মাদবর এবং উমেদপুর ইউনিয়নে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. মেজবাহ উদ্দিন খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ভাদ্রাসন ইউনিয়নে সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে সাহিদা আক্তার, ১ নং ওয়ার্ডে মেম্বার পদে মো. কামাল হোসেন, ৪ নং ওয়ার্ডে বাবুল খালাসী, ৫ নং ওয়ার্ডে ইছাহাক বেপারী, খবির উদ্দিন খান, ৬ নং ওয়ার্ডে হায়দার খালাসী ও ৯ নং ওয়ার্ডে জব্বার মাদবর এবং সন্নাসিরচর ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডের রাজিয়া বেগম, ২ নং ওয়ার্ডের ফরিদা বেগম, ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে মো. রাসেল মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।নাসিরুল হক/এসএস/পিআর