ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ থেকে পণ্য কিনতে ৪১৯ গ্রাহকের দেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
Advertisement
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খালেদা চৌধুরী কচি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবির।
এর আগে গত আগস্ট মাসে টাকা ফেরত চেয়ে আব্দুল বারেক, মো. বেল্লাল, মামুন আখন্দ, ওয়াসিম আকরাম, ইমরান হোসেনসহ ই-অরেঞ্জের ৪১৯ জন গ্রাহক রিট করেন। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।
Advertisement
এফএইচ/এমএইচআর