ঝিনাইদহ সদর উপজেলার পঞ্চম দফা ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। নিজের পছন্দ মতো প্রতীক নিতে সকাল থেকেই রিটার্নিং কর্মকতার কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থকরা ভিড় করতে থাকেন। প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করবেন।রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজুরুল আলম জানান, পঞ্চম দফায় সদর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন, সদস্য পদে ২২৬ জন এবং নারী ইউপি সদস্য পদে ৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ২৮ মে ৬৯টি কেন্দ্রের মাধ্যমে ১১৯৯৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে উপজেলা পর্যায়ের চারজন অফিসার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।আহমেদ নাসিম আনসারী/এআরএ/এমএস