লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের রায়পুর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক জহির উদ্দিন ভুঁইয়া (৬০) আর নেই (ইন্নানিল্লাহে........রাজিউন)। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলা সাড়ে ১১টার দিকে মরহুমের প্রথম নামাজের জানাজা ঢাকার বাড্ডাস্থ নিজ বাসার সামনে অনুষ্ঠিত হয়। পরে বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর বড় মসজিদের সামনে দ্বিতীয় এবং চরমোহনা গ্রামের ভুঁইয়া বাড়িতে রাতে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবীদ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।কাজল কায়েস/এফএ/এমএস