জাতীয়

পল্লবীতে গ্যাস থেকে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

রাজধানীর পল্লবীতে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় সপ্না (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এর আগে ২৪ নভেম্বর দগ্ধ অবস্থায় একই পরিবারের পাঁচজনসহ সাতজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন

বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু আব্দুল্লাহ

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, মিরপুরের পল্লবী থেকে সাতজন দগ্ধ হয়ে এখানে এসেছিল। তাদের মধ্যে আব্দুল খলিল, রুমা আক্তার, মোহাম্মদ, আব্দুল্লাহর মৃত্যু হয়। আজ (শনিবার) বিকেলে আইসিইউতে সপ্না নামের আরও এক জনের মৃত্যু হয়। সপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ ছিল।

Advertisement

তিনি আরও বলেন, ১ জন চিকিৎসাধীন রয়েছে। শাহজাহান নামের এক জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার স্ত্রী সপ্নার আজ মৃত্যু হয়।আব্দুল খলিলের স্ত্রী ও দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। তাদের আরেক সন্তান ইসমাইলের (৪) শরীর ২০ শতাংশ দগ্ধ।

কাজী আল-আমিন/এমআইএইচএস/এমএস