দেশজুড়ে

মেঘনা নদীতে ট্রলার ডুবি

ভোলার বাদশারচর এলাকায় মেঘনা নদীতে ৭৫ জন যাত্রী নিয়ে পিকনিকের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সব যাত্রী উদ্ধার হওয়া কোন হতাহতের ঘটনা ঘটেনি।জানা যায়, ড়ুবে যাওয়া ট্রলারটি তজুমদ্দিন উপজেলার কাটাখালী ঘাট থেকে মনপুরা উপজেলার হাজিরহাট ঘাটে যাচ্ছিল। ট্রলারের যাত্রীদের সবার বাড়ি লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায়। তাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন।পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে তজুমদ্দিন উপজেলার বাদশারচর এলাকায় মেঘনার ডুবচরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজন ট্রালারটি ডুবতে দেখে সঙ্গে সঙ্গে ১৫টি ট্রলার নিয়ে উদ্ধার কাজ চালান। তারা ট্রলারের সব যাত্রীকে উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় মঙ্গল সিকদার বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।