জাতীয়

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট রওনা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি জানান, রাজধানীর বনশ্রীর ‌‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রওনা হয়েছে। তবে যানজটের কারণে রাত ৯টার সময়ও ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও পড়ুনউত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিটভবন থেকে ৬ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের প্রচেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

টিটি/এমএএইচ/