ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ৪টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাঝ নদীতে তিনটি ফেরি আটকে পড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ম্যানেজার সালাউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকেই নদীতে কুয়াশা পড়ছিল। আজ (শুক্রবার) ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে মাধবীলতা, বনলতা ও শাহ্ আলী নামের তিনটি ফেরি আটকে যায়।বতর্মানে পাটুরিয়া ঘাটে পাঁচটি ও দৌলতদিয়ায় আটটি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে উভয়ঘাটে কয়েকশত যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।