দেশজুড়ে

আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কবির মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার তালশহর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির মিয়া পশ্চিমপাড়ার খতিব বাড়ির মহব্বত আলী মিয়ার ছেলে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিনদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তালশহর পশ্চিমপাড়া এলাকার খতিব বাড়ি ও দিদার বক্স বাড়ির লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আর এই বিরোধের জের ধরে রোববার সকালে খতিব বাড়ির সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান ইসরাইলকে মারধর করে দিদার বক্স বাড়ির লোকজন। এ নিয়ে বেলা ১২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কবির মিয়া টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কবির মিয়াকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস