রাজনীতি

গয়েশ্বরের স্ত্রী ঝর্ণা মারা গেছেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) পরলোকগমন করেছেন। তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা রায় মারা যান বলে জানান নিপুণ।

তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি নানান রোগে আক্রান্ত ছিলেন বলে জানান নিপুণ।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস