বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
২০২৪ সালকে বিদায় দিয়ে আতশবাজি, আলোর ঝলকানি এবং নানা ধরনের প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে মোদী-মুর্মুকে চিঠি দিলেন খ্রিষ্টান নেতারাগত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে মায়াকান্না করে যাচ্ছে ভারত। অথচ সেই ভারতেই খ্রিষ্টানদের ওপর ধর্মীয় সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ৪০০ জনেরও বেশি জ্যেষ্ঠ খ্রিষ্টান নেতা ও ৩০টি চার্চ।
যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ঢুকে গেলো গাড়ি, নিহত ১০যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে সড়ক দুর্ঘটনা ঘটে। এদিকে, এই ঘটনার নির্দিষ্ট সময় উল্লেখ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) থেকেই জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। এখন থেকে দেশটির আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানের রাস্তায় বা জনাকীর্ণ স্থানে ধূমপান করলে গুনতে হবে জরিমানা। তবে এমন কঠিন বিধান ভালোভাবে নেননি শহরের অনেকেই।
বন্ধ হলো ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহইউক্রেন হয়ে ইউরোপে যাওয়া সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাশিয়া। পরিবহনসংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ ও কিয়েভ চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে রাজি না হওয়ায় বুধবার (১ জানুয়ারি) নতুন বছর শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই রপ্তানি বন্ধ হয়ে যায়।
শোকে স্তব্ধ দ. কোরিয়া, কোথাও উদযাপন করা হয়নি নতুন বছরএবার দক্ষিণ কোরিয়ার কোথাও ইংরেজি নতুন বছর উদযাপন করা হয়নি। বিমান বিধ্বস্ত ও প্রাণহানির শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ, ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনসহ সব ধরনের আয়োজন বাতিল করে কোথাও নববর্ষ উদযাপন না করার নির্দেশ দেয় দেশটির সরকার।
নববর্ষের দিনে মা ও চার বোনকে হত্যানববর্ষের দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ভারতের লক্ষ্ণৌও। সেখানে একটি হোটেলে নিজের মা এবং চার বোনকে নিজ হাতে খুন করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে তারা ওই অভিযুক্তকে গ্রেফতার করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নববর্ষের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার জাবালিয়া এবং আল বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
অনুপ্রবেশে সহায়তা করায় তিন ভারতীয় গ্রেফতারবাংলাদেশিদের আধার কার্ড করে দেওয়ার অভিযোগ তিন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মোট ৬ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ।
নতুন বছরে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিনতুন বছরে বিশ্বের জনসংখ্যাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। ফলে বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় ৮০৯ কোটি।
এসএএইচ/জিকেএস