দেশজুড়ে

সাতক্ষীরায় রেজিস্ট্রার ও দলিল লেখক আটক

ভুয়া ও জাল দলিল করার কাজে জড়িত থাকায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা ও দলিল লেখক মুনসুর রহমানকে আটক করেছে দুদক। রোববার সন্ধ্যায় তাদেরকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে।আটককৃত সাব রেজিস্ট্রার মাদারীপুর জেলার মাদারকোলনি গ্রামের আব্দুস ছাত্তার মোল্লার ছেলে ও দলিল লেখক শহরের মুনজিতপুর এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।অভিযান পরিচালনাকারী দুদকের খুলনা অঞ্চলের সহকারি পরিচালক শামীম ইকবাল জানান, জাল দলিল ও ভুয়া রেকর্ড করার অভিযোগে শহরের পলাশপোল এলাকার আহসান সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। সদর থানা মামলাটি দুদকের কাছে হস্তান্তর করে। মামলাটি তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। মামলা নং ৪৩, তারিখ ২০/০৪/২০১৬ ইং। আটককৃত দুইজনকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। আকরামুল ইসলাম/জেএইচ