দেশজুড়ে

নির্বাচনী সহিংসতার জেরে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী সহিংসতার জের ধরে নূর চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর চৌধুরী নূরপুর গ্রামের মৃত তাহের চৌধুরীর ছেলে।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত ৭ মে চম্পকনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার হওয়ার কথা থাকায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। এ ঘটনার পর নূরসহ উভয় পক্ষের লোকজন রাতে বাড়িতে থাকতেন না। তবে নূর কোন পক্ষের লোক ছিলেন সেটি নিশ্চিত করতে পারেননি ওসি। শনিবার রাতেও নূর তার বাড়িতে ছিলেন না। রোববার সকালে স্থানীয় এলাকাবাসী নূরপর গ্রামের একটি বিলের পাশের সড়কে নূরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, নিহতের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস