ঝালকাঠির গাবখান ব্রিজে টোল আদায়কে কেন্দ্র করে গাড়ির মালিকের সঙ্গে সংঘর্ষে টোল আদায়কারী জাহিদ (২৮) নিহত হয়েছেন। সোমবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ (২৮) মারা যান। থানা সূত্রে জানা গেছে, ১০ মে সন্ধ্যা ৭টায় গাবখান ব্রিজের টোল আদায়কারী জাহিদ মিনি ট্রাক মালিক মিজানের কাছে টোলের টাকা চাইলে মিজান উত্তেজিত হয়ে জাহিদকে মারধর শুরু করেন। এসময় মিজানের সঙ্গী মিরাজও তাকে মারধর করেন। একপর্যায়ে অচেতন হয়ে জাহিদ রাস্তায় পড়ে গেলে মিজান ও মিরাজ দৌড়ে পালিয়ে যায়।এসময় গুরুতর আহতাবস্থায় জাহিদকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এঘটনায় জাহিদের বাবা ফারুক হোসেন হাওলাদার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গৌতম বিষয়টি নিশ্চিত করেছেন।আতিকুর রহমান/এফএ/আরআইপি