অর্থনীতি

গতি নেই শেয়ারবাজারে

ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ (এক্সপোজার) ইস্যুসহ নানা উদ্যোগ সত্ত্বেও গতি ফিরে আসছে না দেশের শেয়াবাজারে। টানা দরপতনের পর সামান্য উত্থান, লেনদেনেও ধীর গতি। আর এভাবেই বাজার চলছে দীর্ঘ দিন ধরে। এই ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে উভয় বাজারে লেনদেনও সামান্য বেড়েছে। তবে ৩শ কোটির ঘরেই রয়েছে লেনদেন।বিশ্লেষণে দেখা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৬ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৮৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৮ কোটি টাকা।ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৭টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ৫৩ প্রতিষ্ঠানের শেয়ার দর।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৭৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২৩ পয়েন্টে, সিএসপিআই সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২১৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ১ পয়েন্ট বেড়ে ৯২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা। সিএসইতে মোট ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৩ টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।এসআই/একে/এবিএস