সাহিত্য

হলদে হাসি এবং শীতের ভোরে

হলদে হাসি

সরষে ফুলে রং লেগেছেপ্রকৃতিজুড়ে হাসিমৌমাছিদের রূপের ভেলাখুশি মধু চাষি।

সবুজ মাঝে হলদে হাসিআহারে কি রূপহাসিমাখা রূপের ছোঁয়ামাঠ প্রান্তর চুপ।

দিগন্ত জোড়া হলদে চাদরশীতল বাতাসে ঘ্রাণপল্লিগাঁয়ে হলদে হাসিজুড়ায় মন-প্রাণ।

****

শীতের ভোরে

দূর্বাঘাসে শিশির হাসেখেজুর গাছে হাঁড়িসূর্য মামা উঁকি মারেচলে পাখির সারি।

সারি সারি রসের হাঁড়িকুয়াশা ভেজা ভোর জোয়াল কাঁধে গরু চলেরাখাল দেয় দৌড়।

কৃষক ছোটে ক্ষেতের কাজেহাঁড়কাঁপানো শীতশীত পোহাতে মনের সুখেকৃষক ধরে গীত।

এসইউ/জেআইএম