স্ত্রী আলিয়া ভাটের উপর নাকি খবরদারি করতেন রণবীর কাপুর। মেয়ে রাহার জন্মের পর থেকেই তিনি বদলে গেছেন-এমনটা শোনা যাচ্ছে। এখন তার ধ্যানজ্ঞান নাকি মেয়েকে নিয়ে। এক কথায় বলা যায় মেয়ে রাহা তার নয়নের মণি। আর মেয়েও বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তার ক্যামেরার সামনে প্রথম আত্মপ্রকাশ থেকে দ্বিতীয় বছর ক্রিসমাস সব সময় বাবার গলা ধরেই রয়েছে রাহা।
রণবীর-আলিয়ার কন্যা রাহা এখন খেলাধুলা করে। এমনি দৌড়াদৌড়ি করতেও শিখেছে। সম্প্রতি খেলার মাঠে মেয়ের সঙ্গে রণবীরকে দেখা গেছে। সঙ্গে আলিয়াও ছিলেন। তবে স্ত্রী ব্যস্ত ছিলেন বল খেলতে। রাহার দেখভাল করছেন রণবীর।
আরও পড়ুন: শালিকাদের খুশি করতে রণবীর কত টাকা দিয়েছিলেন রাজস্থানেই হচ্ছে রণবীর-আলিয়ার বিয়ে!তবে এ সময় কিছুটা একান্তে বসে বিশ্রাম নিচ্ছিলেন রণবীর। কিন্তু ছোট্ট রাহার ইচ্ছা সে বাবার সঙ্গে খেলা করবে। বাবাকে পাশে নিয়ে দৌড়াবে। দৌড়াতে গিয়ে মাঠে পড়ে যায় রাহা। যদিও পড়ে গিয়ে নিজেই উঠে দাঁড়িয়ে ছুটে যায় বাবার কাছে। রণবীর মেয়েকে কোলে নিয়ে হাতে-পায়ে হাত বুলিয়ে মেয়েকে কখনও আশ্বস্ত করছেন, কখনো আবার মেয়েকে কোলে নিয়ে শূন্যে ছুড়ে দিয়ে ধরে ফেলছেন।
View this post on InstagramA post shared by Viral Bhayani (@viralbhayani)
রণবীর কখনো মেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত হয়ে যান অন্য সব বাবার মতো। এতে কোনো তারকাসুলভ ব্যাপার নেই। এমন দৃশ্য দেখে মুগ্ধ রণবীরের অনুরাগীরা। এ অভিনেতা যে বাবা হিসেবে সেরা, সেই প্রশংসা এখন সোশ্যাল মিডিয়ায়।
এমএমএফ/এএসএম