আন্তর্জাতিক

সেনাপ্রধানের সঙ্গে পিটিআই নেতাদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘ইতিবাচক‌‌‌‌‌’ বৈঠক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের নেতা ব্যারিস্টার গহর সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়েছেন। এ সময় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরও উপস্থিত ছিলেন।

পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বপালন করা গহর আদিয়ালা কারাগারের আদালত কক্ষে সাংবাদিকদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এর আগে তিনি এটি অস্বীকার করেছিলেন।

আরও পড়ুন>

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো রাশিয়া

গহর বলেন, দলের সব দাবি জেনারেল অসিম মুনিরের কাছে সরাসরি উপস্থাপন করা হয়েছে।

চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে এই বৈঠককে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে পিটিআইয়ের এই নেতা বলেন, আমি ও গান্দাপুর অসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছি ও সেখানে দলের সব উদ্বেগ-অগ্রাধিকার তুলে ধরা হয়েছে।

দুর্নীতির অভিযোগে ইমরান খান এখনো কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি তার মুক্তির দাবিতে তৎপর হয়েছে দল। সরকারসহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসার আগ্রহ দেখাচ্ছে পিটিআই।

আলোচনায় বসার জন্য সরকারের পক্ষ থেকেও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। মূলত এর অংশ হিসেবেই পিটিআই নেতাদের সঙ্গে সেনাপ্রধানরে বৈঠক হয়েছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম