দেশজুড়ে

মেডিকেল ভর্তি পরীক্ষা: চুক্তি করে নিতেন টাকা, দিতেন ভুয়া প্রশ্ন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য নাজমুল এহসান নাঈম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ী এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভুরার বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, নাজমুল এহসান নাঈম মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভনে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করতেন। মেডিকেল কলেজে ২০২৫ সালের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তার হাতে রয়েছে এমন নিশ্চয়তা দেওয়া হতো পরীক্ষার্থীদের। এজন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীক্ষার্থীদের টার্গেট করেন। এরপর হোয়াটসঅ্যাপে কথা বলে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ হাজার টাকা কন্ট্রাক্ট করে একেকজন পরীক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম ৬ হাজার টাকা বিকাশে আদায় করেন।

ওসি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ডিভিশন এই প্রতারণার তথ্য উদ্ঘাটন করে। পরে ঘটনাটি ময়মনসিংহ গোয়েন্দা পুলিশকে জানালে নগরীর মীরবাড়ী এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম বলেন, নাজমুল একজন প্রতারক। মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁসের কথা বলে সম্প্রতি তিনি লাখ টাকার বেশি পরীক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। তার সঙ্গে প্রতারণার কাজে জড়িত একটি চক্র রয়েছে বলে আমাদের সন্দেহ। তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতার নাজমুল এহসান নাঈমকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস