রাজনীতি

শনিবার আ.লীগের সাথে যৌথসভা করবে যুবলীগ

আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাথে যুবলীগের যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জনসভাকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।