উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতজ্ঞ এআর রহমানের সুরে অনেক গান গেয়েছেন সোনু নিগম। তাদের এ জুটি বলিউডে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। একসঙ্গে তারা ‘সাথিয়া, ‘সাতরঙ্গি রে’র মতো অনেক গান উপহার দিয়েছেন।
Advertisement
এবার সেই অস্কারজয়ী রহমানের গানকে ‘বেকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন সোনু নিগম। তিনি পরিষ্কার বলেছেন, ‘খারাপ গানকে ভালো বলতে পারব না।’
২০০৮ সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’র সুরকার ছিলেন এআর রহমান। সেখানে বেশ কয়েকটি গান গেয়েছেন সোনু। যদিও সে সিনেমার গান একেবারেই মনে ধরেনি গায়কের, সে কথাই স্পষ্ট করে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘যুবরাজ’ সিনেমায় তার গাওয়া ‘শানো শানো’ গানটির প্রসঙ্গ উঠতেই তিনি জানান, গানটি খুব একটা ভালো নয়।
এমনকি এই বিষয়ে তিনি আর কথা বাড়াতে আগ্রহ দেখাননি। এ অ্যালবামের বাকি গানগুলোর বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এ ছবির পুরো অ্যালবামটাই ভীষণ নিম্নমানের। তার সোজা উত্তর, ‘বাজে গানকে ভালো বলতে পারব না।’
Advertisement
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় বিব্রত সনু নিগম! এ আর রহমানের সম্পদের কত অংশ পাবেন সাবেক স্ত্রী‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমাতে ব্যবহৃত ‘জয় হো’ গানটি এআর রহমান সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ সিনেমার জন্য বানিয়েছিলেন। কিন্তু তখন সেটা আর ব্যবহার করেননি এ সিনেমায়। পরে ‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমায় ব্যবহৃত হয় গাননি। পরে ওই গানের জন্য এআর রহমান অস্কার পুরস্কারও লাভ করেন।
এমএমএফ/এমএস
Advertisement