দেশজুড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

পৌষের মাঝামাঝি সময়ে উত্তরের জনপদ নওগাঁয় জেঁকে বসেছে শীত। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

Advertisement

এদিন সকালে সূর্যের দেখা মিললেও খুব একটা প্রখরতা নেই। ঠান্ডা বাতাস বহমান থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়ে চরম দুর্ভোগের মুখে পড়ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, টানা ৩ দিন কুয়াশায় ঢেকে থাকার পর গত দুই দিন যাবত জেলায় সূর্যের দেখা মিলেছে। তবে ঠান্ডা বাতাস বইছে। বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

আরমান হোসেন রুমন/এফএ/এমএস

Advertisement