খেলাধুলা

অ্যানফিল্ডে সালাহর ১০০, প্রতিপক্ষকে উড়িয়ে দিলো লিভারপুল

লিভারপুলে আরও এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১০০তম গোল পেয়ে গেছেন মিশরীয় তারকা। সালাহর মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবনমনের বৃত্তের ভেতর থাকা ইপউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে একপেশে লড়াই জিতে বরাবরের মতোই শীর্ষে লিভারপুল। ২২ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৫৩। একই রাতে ওলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৭।

গতকাল ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো। ১টি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই।

১১ মিনিটে লিভারপুরের হয়ে প্রথম গোল করেন সোবোসলাই। ইব্রাহিমা কোনাতের অ্যাসিস্টে গোলটি করেন হাঙেরির তারকা। এতে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল।

Advertisement

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। গাকপোর ক্রস থেকে গোলটি করেন মিশরীয় তারকা। ৪৪ মিনিটে গোল করেন গাপকো। নেদারল্যান্ডস তারকার গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল।

৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এতে ব্যবধান ৪-০ করে লিভারপুল। ৯০ মিনিটে ইপউইচের সান্ত্বনার এক গোল করেন জ্যাকব গ্রেভস।

এমএইচ/এমএস

Advertisement