ক্যাম্পাস

সাত কলেজের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেন ঢাবি প্রো-ভিসি মামুন

সাত কলেজের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সুশৃঙ্খলভাবে সমাধানের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে এ কথা বলেন তিনি।

ভিডিও বার্তায় অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে- এটা অত্যন্ত দুঃখজনক। এতে আমি অত্যন্ত মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পারিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির অবসান ঘটবে।

আরও পড়ুনশিক্ষার্থীদের সংঘর্ষ, আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে হাসনাত সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন  এর আগে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর কয়েক স্থানে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তারা। ফলে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।

তারা আরও অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।

এমএইচএ/কেএসআর