জাতীয়

হলে ফিরে গেলেন ইডেন কলেজের ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হলে হলের গেট ভেঙে রাস্তায় নেমে আসেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা রাস্তায় অবস্থানের পর হলে ফিরে গেছেন ইডেন কলেজের ছাত্রীরা।

রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে ইডেন কলেজের ছাত্রীরা হলে ফিরে যান। এর আগে দুই গ্রুপে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় নেমে আসেন তারা।

এ সময় কলেজের ছাত্রীদের অন্য কলেজের ছাত্রদের পানি দিতে দেখা যায়। এছাড়া আহত শিক্ষার্থীদের সেবা, সড়কে আগুন জ্বালিয়ে সহায়তা করতে দেখা গেছে ছাত্রীদের।

দুই গ্রুপের শিক্ষার্থীদের সংঘর্ষে ২০ জনের অধিক আহতের খবর পাওয়া গেছে। সবশেষে রাত আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় দখল করে স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুনশিক্ষার্থীদের সংঘর্ষ, আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত 

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের ভেতরে ক্যাম্পাস এলাকায় অবস্থান করছেন। দুই গ্রুপের শিক্ষার্থীদের মাঝে বিজিবি ও পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

এর আগে রাত ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন।

রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

এনএস/কেএসআর