দেশজুড়ে

‘ট্রেন বন্ধ, বাসে খরচ বেশি রাস্তা খারাপ’

পার্ট অফ পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন রেলের রানিং স্টাফরা (টিটিই, গার্ড ও ট্রেন চালক)। ফলে যশোরের বেনাপোল থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। দুপুরে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনহীন বগি পড়ে আছে স্টেশনে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভারত ফেরত ও লোকাল যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, স্টেশনের প্ল্যাটফমের্র পাশে অন্যান্য লাইনে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। কোনো ট্রেনের সঙ্গে ইঞ্জিন নেই। স্টেশনে কর্মরত রানিং স্টাফ টিটিই, গার্ড ও ট্রেন চালক কারো দেখা মেলেনি। বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রী স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে ভারত ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকে বিকল্প পথে গন্তব্যে চলে যাচ্ছেন।

রেলওয়ে স্টেশন থেকে জানানো হচ্ছে অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যেসব যাত্রী ট্রেনের টিকিট অগ্রীম কেটেছেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।

ঢাকা যাওয়ার উদ্দেশে স্টেশনে আসা বাবুল আক্তার নামে এক যাত্রী বলেন, ব্যবসার কাজে ঢাকা যাবো বলে এসেছিলাম। কিন্তু ট্রেন চলাচল বন্ধ, এ কারণে বাসে করে যেতে হবে। ট্রেনে যেতে পারলে খুব দ্রুত যাওয়া যেত। কাজ শেষ করে বাসে আসতে অনেক ভোগান্তি হবে।

খুলনা যাওয়ার উদ্দেশে স্টেশনে আসা অপর যাত্রী মাহাফুজ জানান, খুলনায় ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। ট্রেন বন্ধ থাকায় যাওয়া হলো না। বাসে অনেক খরচ ও রাস্তা খারাপ। ট্রেন চললে তখন যাবো।

বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীন আক্তার জানান, পার্ট অফ পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলার কারণে বেনাপোল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পেলে পুনরায় বেনাপোল থেকে রেল চলাচল স্বাভাবিক হবে।

জামাল হোসেন/এফএ/জেআইএম