নরসিংদী রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলম ওরফে আলমগীর (২০) নামে একজন নিহত হয়েছেন। ঘটনার দুদিন পর থানায় হত্যা মামলা হয়েছে।
নিহতের বাবা জহর আলী বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ।
এর আগে রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
তবে মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন আসামিরা আগ্নেয়াস্ত্র নিয়ে আলমের বাবা জহর আলীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় হামলা চালিয়ে আলমগীরকে ধরে নিয়ে বাঁশগাড়ি ভূমি অফিসের সামনে নিয়ে মারধর করেন। এসময় হামলাকারীরা আলমগীরের বুকের ডান পাশে গুলি করে। গুলিটি তার বুকের সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়।
এরপর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতাল নরসিংদীতে প্রেরণ করেন। পরে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজ্ঞিত সাহা/জেডএইচ/এএসএম