দেশজুড়ে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলা সদরের চন্দনী এলাকার যাত্রীবাহি বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আহদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী তিশা পরিবহনের বাসটি জেলা সদরের চন্দনী এলাকার আসলে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এবং বাসের দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপড়তা চালায়। রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের মধ্যে মোটরসাইকেল চালক জেলা শহরের বড়পুল এলাকার কাজী আব্দুল লতিফের ছেলে মিতুলের পরিচয় পাওয়া গেছে। অপর দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।রুবেলুর রহমান/এফএ/পিআর