ওয়েইন রুনির জোড়া ও ফন পার্সির গোলে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে তারা।শুক্রবার নিজেদের মাঠে রুনির জোড়া গোলে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে তারা ৩-১ গোলে। অপর গোলটি করেন ডাচ তারকা রবিন ফন পার্সি। শুক্রবার নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পাচ্ছিল না ইউনাইটেড। ম্যাচের ২৩ মিনিটে ফালকাওয়ের কাছ থেকে বল পেয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন রুনি। কয়েকটি সুযোগ নষ্টের পর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করে রুনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফন পার্সি গোল করলে ৩-০ করে গোলের লিড নেয় লিগের সফলতম দলটি। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমায় অতিথিরা। এ জয়ে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।