ধর্ম

সুস্থতার জন্য যে ৩ দোয়া পড়বেন

সুস্থতার জন্য যে ৩ দোয়া পড়বেন

সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। সুস্থ না থাকলে কোনো ভাল বা কল্যাণকর কাজ করা মানুষের পক্ষে সম্ভব হয় না। রাসুল (সা.) সব সময় সুস্থতার জন্য দোয়া করতেন। সাহাবায়ে কেরামকেও তিনি সুস্থতার জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। রাসুল (সা.) বলেছেন, আপনারা আল্লাহর কাছে ক্ষমা, নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করুন, ঈমানের পর নিরাপত্তা ও সুস্থতাই সবচেয়ে উত্তম নেয়ামত। (সুনানে তিরমিযি, সুনানে নাসায়ি)

Advertisement

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, এক বেদুইন রাসুলকে (সা.) জিজ্ঞাসা করেছিলো, পাঁচ ওয়াক্ত নামাযের পর কী দোয়া করবো? রাসুল (সা.) বললেন, আল্লাহর কাছে আফিয়ত বা সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করুন। বেদুইন একই প্রশ্ন তিনবার করলো, তিনি শেষবারও বললেন, আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা প্রার্থনা করুন। (সুনানে তিরমিজি) আরেকটি বর্ণনায় এসেছে, রাসুল (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো আফিয়ত বা সুস্থতা ও নিরাপত্তার দোয়া। (সুনানে তিরমিজি)

এখানে আমরা ‍সুস্থতার জন্য নবিজির (সা.) ৩টি দোয়া ‍উল্লেখ করছি:

১. দুরারোগ্য ব্যধি থেকে আশ্রয় প্রার্থনা করে নবিজি (সা.) দোয়া করতেন,

Advertisement

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিইল আসকাম।

অর্থ: হে আল্লাহ! আমি শ্বেত, পাগলামি, কুষ্ঠ এবং ঘৃণ্য রোগগুলো থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ি)

২. সুস্বাস্থ্য, সচ্চরিত্র, আমানতদারি প্রার্থনা করে নবিজি (সা.) দোয়া করতেন,

Advertisement

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস-সিহ্হাতা, ওয়াল ইফ্ফাতা, ওয়াল আমানাতা, ওয়া হুসনাল খুলুকি, ওয়ার রিদা বিল কাদার।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে সুস্বাস্থ্য, সচ্চরিত্র, আমানতদারি, উত্তম স্বভাব এবং তকদিরের উপর সন্তুষ্টি প্রার্থনা করছি। (আল আদাবুল মুফরাদ লিলবুখারি)

৩. সকাল ও সন্ধ্যায় নবিজি (সা.) দোয়া করতেন,

بِسْمِ اللهِ الذِي لَايَضُرُّ مَعَ اِسْمِه شَيْئ في الأَرْضِ ولا في السَّمَاء وَهُوَ السمِيعُ العَلِيم

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওয়া হুওয়াস সামীয়ুল আলীম।

অর্থ: ওই আল্লাহর নামে যার নামের সাথে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরণের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুনানে তিরমিযি, আবু দাউদ)

ওএফএফ/জিকেএস