খেলাধুলা

অবিশ্বাস্য! এক ম্যাচে ১০ গোল করলেন জুনিয়র রোনালদো

২০২৩ সালের ২২ জানুয়ারি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ছেলে জুনিয়র রোনালদো ক্লাবটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলছেন। সম্প্রতি অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন জুনিয়র রোনালদো। এ যেন বাংলা প্রবাদের প্রতিচ্ছবি, ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।’

সম্প্রতি ১৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ১০-৯ ব্যবধানে আল-ইত্তিহাদের বিপক্ষে জিতেছে আল নাসর অনূর্ধ্ব-১৫ দল। অবিশ্বাস্যভাবে আল নাসরের দলের হয়ে একাই ১০টি গোল করেছেন রোনালদো জুনিয়র।

Cristiano Jr scored 10 Goals for Al Nassr U15 against Al-Ittihad Today pic.twitter.com/ii6BSUsJbg

— Own Goal. (fan) (@owngooal) February 4, 2025

কয়েক দিন আগেই আল নাসর অনূর্ধ্ব-১৫ দল আল হিলালকে ৭-০ গোলে হারিয়েছিল। ওই ম্যাচেও আল নাসরের ৭টি গোলই করেছিলেন জুনিয়র রোনালদো। অর্থাৎ মাত্র দুই ম্যাচে রোনালদোর ছেলে গোল করেছেন মোট ১৭টি।

Cristiano Jr scored 7 Goals for Al Nassr U15 against Al Hilal Todaypic.twitter.com/hWesdzyF6f

— Own Goal. (fan) (@owngooal) January 29, 2025

পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো সম্প্রতি এল চিরিঙ্গিতো-তে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি পরিসংখ্যান বিবেচনায় নিজেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অধিষ্ঠিত করতে চেয়েছেন। বর্তমানে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৯২৩ টি) রোনালদো ছেলেকেও বানাতে চান একজন নামিদামি ফুটবলার।

এমএইচ/এমএস