জাতীয়

জিহাদকে উদ্ধারে আবার অভিযান

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপে আটকে পড়া শিশু জিহাদকে উদ্ধারের জন্য ফের অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।শনিবার সকাল ৮টা থেকে এ অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার বিকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে রাত ৩টার দিকে কার্যক্রম গুটিয়ে নিয়েছিল ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের মহা পরিচালক ব্রিগেডিয়ার আলী আহমেদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, জিহাদকে উদ্ধারের সর্বশেষ চেষ্টা হিসেবে পাইপের ভেতর থেকে দেশীয় পদ্ধতিতে ময়লা-আবর্জনা বের করে আনার চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মাধ্যমে আবর্জনার ভেতর কিংবা নীচে জিহাদ থাকলে তাকে উদ্ধার করা যাবে বলে মনে করা হচ্ছে।