আজকের কৌতুক: পুরুষের পেছনে নারীর হাত

পুরুষের পেছনে নারীর হাত
গদা: এই যে আজ আমার এত টাকা-পয়সা, বলতো আমার পেছনে কার হাত সবচেয়ে বেশি?
পদা: কার?
গদা: তোর ভাবীর।
পদা: কীভাবে?
গদা: মানিব্যাগটা তো পেছনের পকেটেই থাকে।
****
দুঃখ দূর করতে বিয়ের ভিডিও দেখুন
রফিক একদিন বলছেন তার বন্ধুকে—
রফিক: জানিস, বউয়ের সঙ্গে ঝগড়া হলে আমি কী করি?
বন্ধু: কী করিস?
রফিক: আমাদের বিয়ের ভিডিও দেখি।
বন্ধু: কেন?
রফিক: কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সবকিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। দেখতে বড় ভালো লাগে!
****
ছেলের শালি থাকতেই হবে
ছেলের বিয়ের কথাবার্তা চলছে। হঠাৎ ছেলে বাবার কাছে আবদার করলো—
ছেলে: বাবা, একটা কথা।
বাবা: কী কথা?
ছেলে: আমি শালি ছাড়া বিয়ে করবো না।
বাবা: কেন?
ছেলে: কারণ আমার বন্ধুদেরও হক আছে।
কেএসকে/এমএস