আজকের কৌতুক: সব স্ত্রী একই রকম

সব স্ত্রী একই রকম
এক বন্ধু আরেক বন্ধুর কাছে গল্প করছে—
একটা লম্বা গাছ ভালোবেসে তার ছায়াকে বিয়ে করেছে। কিন্তু সমস্যা হলো, গাছটা সারারাত অপেক্ষা করে, আর ছায়াও রোদ না উঠলে আসে না।
কিছুদিন পর গাছের পাশে একটা ল্যাম্পপোস্ট পোতা হলো। গাছের সঙ্গে ল্যাম্পপোস্টের গভীর প্রেম হয়ে গেলো। অদ্ভুত ভাবে সেই রাত থেকে ছায়াও আসা শুরু করল।
এইটা শুনো মন খারাপ করে ২য় বন্ধু বললো- বউগুলা সব এমনই হয়!
****
ক্রিকেট নাকি স্ত্রী কোনটি প্রিয়
এক লোক সব সময় ক্রিকেট নিয়ে মেতে থাকে। একদিন তার স্ত্রী গোমড়া মুখে বললো—
স্ত্রী: তোমার শুধু সব সময় ক্রিকেট আর ক্রিকেট! তুমি তো বোধহয় আমাদের বিয়ের তারিখটাও বলতে পারবে না!
স্বামী: ছি ছি, তুমি আমাকে কী মনে কর! আমি কি এতই পাগল নাকি? আমার ঠিকই মনে আছে।
স্ত্রী: তাহলে বলো তো, কবে আমাদের বিয়ে হয়েছিল?
স্বামী: যেবার শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার খেলায় টেন্ডুলকার এগারো রানের মাথায় মুত্তিয়া মুরলিধরনের বলে আউট হয়ে গেল। সেদিনই তো আমাদের বিয়ে হলো!
****
ঘুমের ওষুধ খাইয়ে দিন
রোগী: বাসার পাশের রাস্তায় কুকুরগুলো রোজ রাতে নিয়ম করে হল্লা করে। কিছুতেই ঘুমাতে পারি না।
ডাক্তার: এই ঘুমের বড়িটা নতুন এসেছে। খুব ভালো কাজ দেয়।
রোগী ওষুধ নিয়ে চলে গেল। কিন্তু এক সপ্তাহ বাদেই ফিরে এসে বলল, ‘এখনো আমার ঘুমের সমস্যা হচ্ছে।’
ডাক্তার প্রশ্ন করে, কিন্তু ওষুধটা তো বেশ ভালো। অনেকেরই কাজ হয়েছে।
রোগী: তাতে কি, সারা রাত কুকুরগুলোকে ধাওয়া করে একটা যদিও ধরতে পারি, কিছুতেই বদমাশটাকে ওষুধ গেলানো যায় না।
কেএসকে/এএসএম