আজকের জোকস: সংসারে স্বামীর অবদান

সংসারে স্বামীর অবদান
বল্টুর বউ: সারক্ষণ তো খাচ্ছো আর ঘুরে বেড়াচ্ছ। কোনো কাজেই আসছ না। ঘরের কোনো কাজে আসো তুমি শুনি?
বল্টু: বলো কী? আমি না থাকলে ঘর মোছার গেঞ্জিটা কোথা থেকে আসত শুনি?
****
বাবার টাকা বাচানোর উপায়
ছেলে: বাবা, তুমি কি কিছু টাকা বাচাতে চাও?
বাবা: অবশ্যই চাই।
ছেলে: তাহলে আমাকে একটি বাইক কিনে দাও।
বাবা: কেন?
ছেলে: তাতে জুতার তলা ক্ষয় কম হবে। আমাকে জুতা কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।
****
প্রেমিকা একাই একশ
বাসে দুই ব্যক্তি পাশাপাশি সিটে বসে যাচ্ছেন। জ্যামে বসে খোশগল্প শুরু করলেন একে অপরের সঙ্গে—
১ম ব্যক্তি: ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে?
২য় ব্যক্তি: আছে ভাই।
১ম ব্যক্তি: কয়টা?
২য় ব্যক্তি: একশটা।
১ম ব্যক্তি: কী কন ভাই, একশটা?
২য় ব্যক্তি: হ্যাঁ, ভাই। হেতি কইছে, হেতি একাই একশ!
কেএসকে/এএসএম