আজকের কৌতুক: শালি ছাড়া বিয়ে করবে না ছেলে

শালি ছাড়া বিয়ে করবে না ছেলে
ছেলের বিয়ের কথাবার্তা চলছে। হঠাৎ ছেলে বাবার কাছে আবদার করলো—
ছেলে: বাবা, একটা কথা।
বাবা: কী কথা?
ছেলে: আমি শালি ছাড়া বিয়ে করবো না।
বাবা: কেন?
ছেলে: কারণ আমার বন্ধুদেরও হক আছে।
****
প্রেমিকের বেতন কম
প্রেমিক: প্রিয়তমা, আমি যে কটা টাকা মাইনে পাই, বিয়ের পর তাতে কি তোমার চলবে?
প্রেমিকা: আমার তো চলে যাবে। কিন্তু তুমি চলবে কীভাবে?
****
নিশ্বাস নিতে ভুলে গেলে
বাড়ির মালিক মারা গেছেন। চাকর হাউমাউ করে কাঁদছে। প্রতিবেশীরা এসেছে দেখতে। একজন চাকরকে জিজ্ঞাস করলেন—
প্রতিবেশী: কী হয়েছিল তোমার মালিকের?
চাকর: ভারি ভুলোমনা মানুষ ছিলেন তিনি। বোধ হয় গত রাতে নিশ্বাস নিতে ভুলে গেছিলেন।
কেএসকে/এএসএম