আজকের কৌতুক: প্রেমিকার বাবার কাছে ইন্টারভিউ

প্রেমিকার বাবার কাছে ইন্টারভিউ
প্রেমিকার বাবা: তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিক: জ্বি, পারবো।
প্রেমিকার বাবা: এত শিওর হচ্ছো কীভাবে?
প্রেমিক: আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না!
****
ওই জিনিসটা
এক বন্ধুর অনেক কষ্ট। এত বয়স হয়ে গেল, তার এখনও একটা গার্লফ্রেন্ড জুটল না। আরেক বন্ধু তার জন্য গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার কাজে সাহায্য করতে আসল।
১ম বন্ধু: আচ্ছা দোস্ত বল, মেয়ের কোন জিনিসটা সবচেয়ে বেশি চাস?
২য় বন্ধু: ওই জিনিসটা।
১ম বন্ধু: কোন জিনিসটা?
২য় বন্ধু: বয়স কম।
****
ভুল করে হর্ন
চালকের আসনে রফিক, পেছনের সিটে বসেছে ছেলে জনি। হঠাৎই ফাঁকা রাস্তায় গাড়ির হর্ন বাজালেন রফিক।
রফিক: আহা, ভুল করে হর্নে চাপ পড়ে গেছে।
জনি: জানি।
রফিক: কী করে বুঝলে?
জনি: কারণ, এবার তুমি ‘নালায়েক, দেখে চলতে পারিস না?’ বলে চেঁচিয়ে ওঠোনি!
কেএসকে/জেআইএম