আজকের জোকস: বন্ধুর দাদার অনেক সাহস

বন্ধুর দাদার অনেক সাহস
সাকিব আর মন্টু, দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
মন্টু: জানিস, আমার দাদার ভীষণ সাহস। গত গ্রীষ্মের ছুটিতে আফ্রিকার জঙ্গলে গিয়ে হঠাৎ একটা বাঘের মুখোমুখি হলেন তিনি।
সাকিব: তারপর ফিরে এসে তিনি নিশ্চয়ই সবার কাছ থেকে খুব বাহবা পেলেন?
মন্টু: আমি তো বলিনি তিনি ফিরে এসেছেন।
****
ভুল করে হর্ন দিলে বুঝবেন যেভাবে
চালকের আসনে রফিক, পেছনের সিটে বসেছে ছেলে জনি। হঠাৎই ফাঁকা রাস্তায় গাড়ির হর্ন বাজালেন রফিক।
রফিক: আহা, ভুল করে হর্নে চাপ পড়ে গেছে।
জনি: জানি।
রফিক: কী করে বুঝলে?
জনি: কারণ, এবার তুমি ‘নালায়েক, দেখে চলতে পারিস না?’ বলে চেঁচিয়ে ওঠোনি!
****
ঠান্ডা নাকি গরম?
হরিপদ বেজায় কৃপণ। একদিন তাঁর বাড়িতে হাজির হলেন তাঁর বন্ধু শশধর।
শশধর: কিরে হরিপদ, তোর বাড়িতে এলাম, কিছু খাওয়াবি না?
হরিপদ: কী খেতে চাস, বল। ঠান্ডা, না গরম?
শশধর: নিয়ে আয়। ঠান্ডা গরম দুটাই খাব।
হরিপদ হাঁক ছাড়লেন, ‘কই রে জগাই, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে এক গ্লাস গরম পানি নিয়ে আয়!’
কেএসকে/জেআইএম