আজকের কৌতুক: আমের পোকা অর্ধেক পেটে

আমের পোকা অর্ধেক পেটে
দুই বন্ধু বসে বসে আম খাচ্ছে। হঠাৎ দেখলো আমে পোকা। তাই এক বন্ধু বলছে—
১ম বন্ধু: আম খাওয়ার সময় মাঝপথে তাতে পোকা পেলে ক্ষতি নেই।
২য় বন্ধু: কিন্তু সমস্যা হচ্ছে তখন, যখন পোকাটার অর্ধেক পাওয়া যায়! বাকিটা পেটের ভেতর।
****
ছেলে হবে বাবার মতো
প্রতিবেশী: কালু বড় হয়ে তুই কি হতে চাস?
কালু: আমার বাবার মতো আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই!
প্রতিবেশী: কী বলিস কালু! তোর বাবা আবার আমেরিকার প্রেসিডেন্ট ছিল কবে?
কালু: না, তিনিও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান আর কি!
****
স্বামীর সিনেমা দেখা
একদিন সন্ধ্যায় লিলি বলছে তার বান্ধবী পলিকে—
লিলি: জানিস, সেদিন দেখি আমার স্বামী পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সিনেমা হলের দিকে যাচ্ছে!
পলি: বলিস কী? তুই পিছু নিলি না?
লিলি: না।
পলি: কেন?
লিলি: এখন হলে যে সিনেমাটা চলছে, ওটা আমি আগেও দেখেছি।
কেএসকে/জিকেএস