আজকের জোকস: দোকানদার ওজনে কম দেওয়ার কারণ

দোকানদার ওজনে কম দেওয়ার কারণ
বিক্রেতা: এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
পল্টু: এই নিন টাকা।
বিক্রেতা: এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?
পল্টু: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে!
****
চুইংগাম ফেরত নেওয়ার চেষ্টা
ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে।
বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।
খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!
****
বিয়ে যখন ছাত্রের জীবনের লক্ষ্য
স্যার: তুমি বড় হয়ে কী করবে?
ছাত্র: বিয়ে।
স্যার: আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে?
ছাত্র: জামাই।
স্যার: আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও?
ছাত্র: বউ।
স্যার: গাধা, তুমি বড় হয়ে মা-বাবার জন্য কী করবে?
ছাত্র: বউ নিয়ে আসব।
স্যার: গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চান?
ছাত্র: নাতি-নাতনি।
স্যার: ইয়া খোদা! তোমার জীবনের লক্ষ্য কী?
ছাত্র: বিয়ে।
কেএসকে/জিকেএস