এবার নিজস্ব ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল শাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৭ মার্চ ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের পর এবার নিজস্ব ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রসায়ন বিভাগ। মঙ্গলবার (১৭ মার্চ) বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

তিনি বলেন, গত ৮ মার্চ বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাজারে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দেয়। ফলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের আশ্বাসে আমরা প্রাথমিকভাবে ১০০ মিলির ৩০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করি।

jagonews24

অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য এটি তৈরি করা হয়েছে। এসব হ্যান্ড স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। স্যার আমাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট দিলে করোনাভাইরাসের প্রভাবমুক্ত না হওয়া পর্যন্ত এগুলো বিতরণ করব।

হ্যান্ড স্যানিটাইজারের মান সম্পর্কে তিনি বলেন, এর মান কোয়ালিটিপূর্ণ। বাজারের হ্যান্ড স্যানিটাইজারের মতো সব ধরনের উপাদান দিয়ে অরগানিকভাবে তৈরি করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।