এবার জগন্নাথে তৈরি হলো হ্যান্ড স্যানিটাইজার

ওয়ার্ল্ড হেল্থ অর্গাইনাইজেশনের (ডব্লিউএইচও) ফর্মূলা মেনে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। দুস্থদের মাঝে বিতরণ এবং বিশ্ববিদ্যালয় থেকে সাহায্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হবে এই হ্যান্ড স্যানিটাইজার। গত ১৭ মার্চ মঙ্গলবার রসায়ন সমিতির উদ্যোগে সফলভাবে প্রস্তুত হয় এই হ্যান্ড স্যানিটাইজার।

এ বিষয়ে জবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক জাগো নিউজকে জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা করোনা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায়। ডব্লিউএইচও-এর মতে আমাদের হাত পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কেমিস্ট হিসেবে কিছু করার চিন্তা শুরু করি। প্রথমত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এটা প্রস্তুতের চিন্তা ছিল। এতে রসায়ন সমিতি এবং রসায়ন এ্যালামনাই এ্যাসোসিয়েসন এবং উপাচার্য সার্বিক সহায়তা করেন।

তিনি আরও বলেন, পরে আমরা সদরঘাট এলাকার গরীবদের মাঝে এটা বিতরণের চিন্তা করি এবং আজই আমরা তাদের মাঝে বিতরণের কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু করবো। ক্লাস শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সবার জন্য আমরা এটি তৈরি করবো। আর্থিক বিষয়ে উপাচার্য সহায়তার জন্য আশ্বস্ত করেছেন। আমরা বিক্রির উদ্দেশ্যে করবো না।

বর্তমান সময়ে বাইরে যে হ্যান্ড স্যানিটাইজারগুলো পাওয়া যায় করোনা প্রতিরোধে এগুলো কতটা উপযোগী? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদেরগুলো ল্যাবে টেস্ট করছি। কিন্তু ফর্মূলা অনুযায়ী ওগুলোও উপযোগী, কিন্তু আমরা ল্যাব টেস্ট করার সময় পাচ্ছি না।

এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।